বিয়ে করলেন ক্রিকেটার রাহী
জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আবু জায়েদ রাহী। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আবু জায়েদ রাহী জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন। করোনাভাইরাস সংকটের কারনে ঘরোয়া পরিসরে বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি।
৮ জুলাই বুধবার স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেলকে নিয়ে একবারেই ঘরোয়া পরিসরে তাদের বিয়ে সম্পন্ন হয় বলে জানান রাহীর বড় ভাই আবু খালেদ চৌধুরী সাদি।
তিনি আরো জানান, এর আগে রায়নগর দর্জিপাড়া এলাকার বাসিন্দা কনে ডা: তৌহিদা আক্তার জুহার সাথে এক বছর আগেই রাহীর আকদ সম্পন্ন হয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সবাইকে নিয়ে আনুষ্ঠানিক ভাবে তাদের বরণ করা হবে বলে জানান তিনি।
নতুন জীবন শুরুর প্রাক্কালে সকলের কাছে দোয়া চেয়েছেন ক্রিকেটার রাহী।