বিসিসিআই থেকে সাবা করিমের পদত্যাগ

নিউজ দর্পণ ডেস্ক : মহামারী করোনাভাইরাসের এই দুঃসময়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে (বিসিসিআই) জেনারেল ম্যানেজারের পদ থেকে সরে দাঁড়ালেন সাবেক ক্রিকেটার সাবা করিম।

ভারতের হয়ে একটি টেস্ট ও ৩৪টি ওয়ানডে ম্যাচ খেলে খেলেছেন এ উইকেটকিপার ব্যাটসম্যান। প্রথম শ্রেণির ১২০ ম্যাচ খেলে ২২টি সেঞ্চুরি আর ৩৩টি হাফ সেঞ্চুরির সাহায্যে ৭ হাজার ৩১০ রান করেছেন তিনি।

২০১৭ সালের ডিসেম্বর থেকে বিসিসিআইয়ের জেনারেল ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছিলেন ৫২ বছর বয়সী সাবা করিম। এর আগে তিনি ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক ছিলেন। তবে হঠাৎ করে এখন কেন পদত্যাগ করেছেন তা জানা যায়নি।

ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী বিসিসিআইয়ের সভাপতি হওয়ার পর বোর্ডের সিইও পদে দায়িত্ব পালন করা রাহুল জোহরি গত ডিসেম্বরে পদত্যাগ করেন। ২০২১ পর্যন্ত তার দায়িত্বে থাকার কথা ছিল। রাহুল জোহরির পদত্যাগপত্র গৃহীত হওয়ার এক সপ্তাহের মধ্যেই পদত্যাগ করলেন সাবা করিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *