বিশ্বে করোনায়  মৃত ৬ লাখ ১৯ হাজারের বেশি আক্রান্ত দেড় কোটি ছাড়াল

নিউজ দর্পণ ডেস্ক: বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বাড়ছেই। শেষ খবর অনুযায়ী, আজ বুধবার সকালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ১৯ হাজার ৪১০ জনে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনা ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে বিশ্বের ১ কোটি ৫০ লাখ ৯১ হাজার ৮৮০ জন। তাদের মধ্যে বর্তমানে ৫৩ লাখ ৬২ হাজার ২৬২ জন চিকিৎসাধীন এবং ৬৩ হাজার ৭৮৫ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এ ছাড়া করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৯১ লাখ ১০ হাজার ২০৮ জন সুস্থ হয়ে উঠেছে।

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

এদিকে, নভেল করোনা ভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে মঙ্গলবার পর্যন্ত আরো ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে দুই হাজার ৭০৯ জনের মৃত্যু হলো। এ ছাড়া দেশে নতুন করে আরো তিন হাজার ৫৭ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট দুই লাখ ১০ হাজার ৫১০ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার কথা জানানো হয় এবং প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *