বিশ্বে করোনায় মৃতের সংখ্যা প্রায় ৬ লাখ ৯ হাজার, শনাক্ত ১ কোটি ৪৬ লাখ
নিউজ দর্পণ ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বাড়ছেই। বিশ্বে করোনা ভাইরাসে আরও সাড়ে চার হাজার মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে ২ লাখ ১৮ হাজারের বেশি। এ নিয়ে করোনা ভাইরাসে মোট মৃত্যু হয়েছে ৬ লাখ সাড়ে ৮ হাজার জনের। শনাক্ত হয়েছে ১ কোটি ৪৬ লাখ ৩৪ হাজারের বেশি।
একদিনে সবচেয়ে বেশি ৭১৬ জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে। দেশটিতে মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৭৯ হাজার। দিনের হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ পৌনে ৭শ জনের মৃত্যু হয়েছে ভারতে। মেক্সিকোতে প্রাণ গেছে আরও ৬শ’ মানুষের।
যুক্তরাষ্ট্রে কিছুটা কমেছে প্রাণহানি। ২৪ ঘণ্টায় মারা গেছে ৩৯২ জন। দেশটি মারা গেছেন ১ লাখ ৪৩ হাজারের বেশি মানুষ। পেরু, ইরান, কলম্বিয়াতেও বাড়ছে প্রাণহানির সংখ্যা।
দেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার কথা জানানো হয় এবং প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। বর্তমানে দেশে দুই লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।