বকেয়া বেতনের দাবিতে দক্ষিণখানে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
নিউজ দর্পণ, ঢাকা : রাজধানীর দক্ষিণখানে একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। বকেয়া বেতনের দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন বলে জানা গেছে।
আজ শুক্রবার সকালে শ্রমিকরা সড়ক অবরোধ করেন।
সড়ক অবরোধ করার ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানিয়েছে, তারা মালিক পক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করছে।
পোশাক শ্রমিকদের ছয় মাসের বেতন বাকি আছে বলে জানা গেছে। বিক্ষোভকারীদের পুলিশ সড়ক থেকে সরিয়ে দিলে পরে তারা রেদওয়ান গার্মেন্টসের সামনে অবস্থান নিয়েছেন।