ফের নিপুণকে ‘অনির্বাচিত’ বললেন জায়েদ খান

নিউজ দর্পণ, বিনোদন ডেস্ক: গত বছর অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণ আক্তারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। বিষয়টি পরবর্তীতে উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অশালীন ও মানহানিকর মন্তব্য করায় গত ২ এপ্রিল জায়েদ খানের সদস্যপদ স্থগিত করা হয়।

তবুও যেন দমে যাওয়ার পাত্র নন জায়েদ। ফের নিপুণকে ‘অনির্বাচিত’ বলে আখ্যা দিলেন তিনি। এছাড়া জোর করে চেয়ার দখল করে আছেন বলেও দাবি করেন এ নায়ক।

আজ (৯ জুন) নিপুণ আক্তারের জন্মদিন। জীবনের ৩৯ বসন্ত পেরিয়ে ৪০-এ পা রাখলেন তিনি। ঢাকাই চলচ্চিত্রের এ নায়িকার জন্মদিন উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়াসহ নানা মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীসহ ইন্ডাস্ট্রির তারকারা। অন্য সব তারকার মতো নিপুণকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা শাহনূর। আর সেখানেই নিপুণকে ‘অনির্বাচিত’ বলে মন্তব্য করলেন জায়েদ খান।

বৃহস্পতিবার (৮ জুন) দিবাগত রাত ১টার দিকে নায়িকা শাহনূর তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে নিপুণের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘আজকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ আক্তারের শুভ জন্মদিন। তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল। সব সময় ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শুভ জন্মদিন।’

অভিনেত্রী শাহনূরের সেই পোস্ট নজরে আসে চলচ্চিত্র শিল্পী সমিতির দুইবারের সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানের। এ অভিনেতা শাহনূরের পোস্টে মন্তব্যের ঘরে লেখেন, ‘একজন অনির্বাচিত মানুষ ভোটে পাস না করে জোর করে চেয়ারে বসে আছে, সর্বোচ্চ আদালতে মামলা চলমান। আপনার মতো শিল্পী তাকে সাধারণ সম্পাদক পদবি দিয়ে যাচ্ছেন। এরপরও নীতিবাক্য ছাড়বেন ও ভালো ভালো উপদেশ দেবেন। সত্যিকারে যে সততা আর নীতির মধ্যে আপনারা নাই, এটা বুঝতে পারছেন তো?’

যদিও এখনো পর্যন্ত জায়েদ খানের এমন মন্তব্যে নিপুণ কিংবা শাহনূর কারো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, চলচ্চিত্র অভিনেত্রী নিপুণের পুরো নাম নাসরিন আক্তার নিপুণ। উচ্চমাধ্যমিকের পর তিনি ১৯৯৯ সালে রাশিয়া চলে যান। ২০০৪ সাল পর্যন্ত মস্কোতে পড়ালেখা করেন নিপুণ। এরপর পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। ২০০৬ সালে তিনি চলচ্চিত্র জগতে পা রাখেন। দুইবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘সাজঘর’ (২০০৭) ছবির জন্য পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন। এরপর ‘চাঁদের মতো বউ’ (২০০৯) সিনেমায় অভিনয় করে আরেকবার জেতেন এ পুরস্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *