প্রার্থনা করতে গিয়ে তোপের মুখে জুহি চাওলা
নিউজ দর্পণ ডেস্ক: অমিতাভ, আরাধ্যাদের আরোগ্য প্রার্থনা করতে গিয়ে তোপের মুখে পড়লেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা।
বচ্চন পরিবার করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই তারকারা একের পর এক টুইট করতে শুরু করেন। সেই তালিকা থেকে বাদ পড়েননি জুহি চাওলাও। অমিতাভ, অভিষেক এবং আয়ুর্বেদ বলে শুভ কামনা জানিয়ে বিগ বি-দের আরোগ্য প্রার্থনা করেন অভিনেত্রী । এরপরই ট্রোলের মুখে পড়েন তিনি।
অমিতাভের নাতনী আরাধ্যার নাম লিখতে গিয়ে ভুল করে কি জুহি আয়ুর্বেদ লিখে ফেলেছেন? না বচ্চন পরিবারকে আয়ুর্বেদের উপর ভরসা রাখতে বলেন জুহি! যা নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায় নেটিজেনদের মধ্যে।
ট্রোলিংয়ের মুখে পড়ে শেষ পর্যন্ত নিজের সেই পোস্ট ডিলিট করে দেন জুহি। পরে বচ্চনদের আরোগ্য কামনা করে ফের টুইট করে। যদিও বিষয়টি নিয়ে তিনি কোনো রকম মন্তব্য করেননি।।