পর্নোগ্রাফি মামলায় সাংবাদিক গ্রেফতার

নিউজ দর্পণ, ঢাকা: নারী সহকর্মীর দায়ের করা পর্নোগ্রাফি আইনের মামলায় বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার ইমরান হোসেন সুমনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। রবিবার (১৯ জুলাই) রাতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-কমিশনার (ডিসি) মীর মোদাচ্ছের হোসেন।

তিনি বলেন, তারই এক সহকর্মীর করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আরেকজন আসামির ১৬৪ ধারায় জবানবন্দিতে ইমরান হোসেন সুমনের নাম উঠে এসেছে। তিনি জানান, সুমনকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার ওয়ালিদ হোসেন জানান, গত ১২ জুলাই পল্লবী থানায় দায়ের করা মামলায় ইমরান হোসেন সুমনকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *