নারায়ণগঞ্জে বাবার হাতে ছেলে খুন

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম ভোলাইল এলাকায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও সন্তানকে ছুরিকাঘাত করেছে এক বাবা। আজ বুধবার  দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছুরিকাঘাতের শিকার ছেলে সোহাগ (১৫) মারা যায়।

এ ঘটনায় আহত ঘাতক হারেজ (৪৫) ও স্ত্রী মনোয়ারাকে (৩৫) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, রাতের কোনো এক সময় পারিবারিক কলহের কারণে হারেজ তার স্ত্রী ও সন্তানকে ছুরিকাঘাত করে এবং নিজেও নিজেকে আঘাত করে। এতে ৩ জন আহত হলে তাদের স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। সেখানে আহত সোহাগের মৃত্যু হয়েছে এবং বাকি দুজনকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। ঘাতক হারেজের সঙ্গে পুলিশি পাহারা রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *