নরিচ সিটিকে হারিয়ে জয়ে ফিরল চেলসি
নিউজ দর্পণ ডেস্ক: প্রিমিয়ার লিগে আবারো জয়ে ফিরেছে চেলসি। নরিচ সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার লড়াইয়ে খানিকটা এগিয়ে গেল ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল।
স্ট্যামফোর্ড ব্রিজে মঙ্গলবার রাতে অলিভিয়ে জিরুদের একমাত্র গোলে জিতেছে চেলসি। লিগে প্রথম পর্বে নরিচের মাঠে ৩-২ গোলে জিতেছিল তারা। প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দলকে এগিয়ে নেন জিরুদ। বাঁ দিক থেকে পুলিসিকের ক্রসে ডাইভিং হেডে জাল খুঁজে নেন এই ফরাসি ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধেও আক্রমণে আধিপত্য থাকলেও ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা। ৩৬ ম্যাচে ১৯ জয় ও ছয় ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চেলসি। এক ম্যাচ কম খেলা লেস্টার সিটি ৫৯ পয়েন্ট নিয়ে চারে আছে। গোল পার্থক্যে পিছিয়ে পাঁচে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।