দৌলতদিয়ায় খানাখন্দে যানবাহন লোডিং ও আনলোডিংয়ের পাশাপাশি বাড়ছে ভোগান্তি
নিউজ দর্পণ, রাজবাড়ী: রাজবাড়ীর দৌলতদিয়া পয়েন্টে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধির ফলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটের দৌলতদিয়া অংশে সচল থাকা দুটি ঘাটের সংযোগ সড়ক পানিতে তলিয়ে গেছে। সংযোগ সড়কে পানি উঠে যাওয়ায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। আর এ খানাখন্দের মধ্যেই ফেরি থেকে যানবাহন লোডিং ও আনলোডিং করা হচ্ছে। এতে সময় বেশি লাগার পাশাপাশি বেড়েছে ভোগান্তিও।
স্থানীয়রা জানান, দৌলতদিয়ায় থাকা ছয়টি ঘাটের মধ্যে গত বছরের ভাঙনে বিলীন ১ ও ২ নম্বর ঘাট এখনো চলাচলের উপযোগী হয়নি। ৩, ৪, ৫ ও ৬ নং ঘাট সচল ছিল। পানি বৃদ্ধির ফলে ৩ ও ৬ নম্বর ফেরিঘাটের সংযোগ সড়ক পানিতে তলিয়ে ঘাট দুটিও বন্ধ হওয়ার পথে।
সরেজমিন গতকাল বিকালে দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, মূল সড়ক থেকে সংযোগ সড়কটি পানির নিচে। হাঁটু পানি মাড়িয়ে কোরবানির পশুবাহী ট্রাক, যাত্রী পারাপারের বাস, প্রাইভেট কার ও পণ্যবাহী ট্রাক চলাচল করছে। পানির মধ্য দিয়ে যানবাহন চলাচল করায় মাঝে মধ্যেই তৈরি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। যে কারণে হেলে দুলে চলছে যানবাহনগুলো।
অন্যদিকে পদ্মায় তীব্র স্রোতের কারণে আজও ব্যাহত হচ্ছে ফেরি পারাপার। ফেরি পারাপার ব্যাহত হওয়ায় ঘাটের দুই প্রান্তে সিরিয়ালে আটকে আছে শত শত পণ্যবাহী ট্রাক।
এ সময় ফরিদপুর থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের সুপার ভাইজার আবু নাছির বলেন, এমনিতেই ঘাটে যানজট, এর ওপর ঘাটে পানি ভোগান্তির যেন শেষ নেই। যেভাবে ঝুঁকি নিয়ে যানবাহন ফেরিতে উঠছে, তাতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
যশোর থেকে ছেড়ে আসা কোরবানির পশুবাহী ট্রাকের চালক হাসান মোল্লা বলেন, দৌলতদিয়া ঘাটে এসে আমাদের আলাদা লেন দিয়ে পার করা হলেও বিভিন্ন সমস্যার কারণে ফেরির নাগাল পেতে সাড়ে ৩ ঘণ্টা সময় লেগেছে। প্রচণ্ড রোদে ট্রাকে দাঁড়িয়ে থেকে গরুগুলো অসুস্থ হয়ে পড়েছে।
বিআইডব্লিউটিএ দৌলতদিয়া ঘাটের সহকারী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম জানান, বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ফেরিঘাটের পন্টুুন স্থাপনের কাজ ও ঘাট এলাকায় ভাঙনরোধে নদীশাসনের কাজ চলমান রেখেছে। যে সংযোগ সড়ক দুটিতে পানি উঠেছে, ওই সড়ক দুটির খানাখন্দে কাজ করবে রাজবাড়ীর সড়ক ও জনপথ বিভাগ। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে বিষয়টি জানানো হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগ রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী কেবিএম সাদ্দাম হোসেন বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঘাটের সড়কে খানাখন্দ মেরামতের কাজ চলমান আছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, এ নৌ রুটে বর্তমানে ১৪টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে। পদ্মায় প্রবল স্রোতের কারণে ফেরিগুলো ঘাটে আসতে সময় লাগছে দ্বিগুণ। এজন্য ঘাট এলাকায় যানবাহনের লম্বা সাড়ি তৈরি হচ্ছে। এর ওপর যোগ হয়েছে মাওয়াঘাটের বাড়তি গাড়ি।