তীব্র স্রোতে ফেরি চলাচলে বিঘ্ন, পারাপারের অপেক্ষায় হাজার গাড়ি

নিউজ দর্পণ, মানিকগঞ্জ : পাটুরিয়া-দৌলাতদিয়া নৌপথে তীব্র স্রোতে ফেরিসহ নৌযান চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে। স্রোতের বিপরীতে ফেরি চলাচলে বাড়তি সময় ব্যয় হওয়ায় ফেরির ট্রিপ সংখ্যা কম হচ্ছে।

পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে অপেক্ষামান যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়ে ঘাট এলাকায় স্থায়ী যানজটের সৃষ্টি হয়েছে। বহরে ফেরি স্বল্পতাসহ নানা অজুহাতে ফেরি বুকিং সংশ্লিষ্ট দুর্নীতিবাজ কর্মচারী ও দালালরা কৃত্রিমভাবে যানজট সৃষ্টি করছে বলেও অভিযোগ রয়েছে।

ফেরি কর্তৃপক্ষ বিআইডব্লিউটিসি ও ঘাট সংশ্লিষ্টরা জানায়, পদ্মা-যমুনায় অব্যাহত পানি বৃদ্ধিসহ প্রবল স্রোতেএ রুটে ফেরি চলাচলে দ্বিগুণ সময় লাগছে। বহরের ছোট-বড় ১৬টি ফেরির মধ্যে দিনের আলোয় ১২টি ও রাতের বেলায় ৮ থেকে ১০টি চলাচল করছে। এছাড়া, মাওয়া রুটে ফেরি চলাচল বিঘ্ন ঘটায় এ রুটে যানবাহনের বাড়তি চাপ পড়েছে। উভয় প্রান্তে ফেরি টার্মিনাল উপচিয়ে মহাসড়কে যানবাহনের দীর্ঘ সাড়ি পড়েছে। পাটুরিয়া-উথলী মোড় থেকে আরিচা ঘাট পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের দু ধারে পণ্যবাহী ট্রাকের বাড়তি বিশাল লম্বা সিরিয়াল পড়েছে।

আজ শুক্রবার বিকেল পর্যন্ত দু’পারে সহস্ত্রাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় ছিল।

পাটুরিয়ায় বুকিং কাউন্টারে মালবাহী ট্রাকের বুকিং নিতে আশা শ্রমিকদের অভিযোগ নির্ধারিত ভাড়ার সাথে অতিরিক্ত অর্থ না গুনলে ফেরি পারের কোনো সুযোগ হয় না। তবে এমন অভিযোগ বুকিং সংশ্লিষ্টরা অস্বীকার করেন। একই ধরনের অভিযোগ গণপরিবহন যাত্রীদের। অতিরিক্ত উৎকোচে কিছু পরিবহনকে ভিআইপি চিহ্নিত করে সিরিয়াল ভেঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে ফেরি পার করা হচ্ছে বলে তারা অভিযোগ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *