ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে ২২ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে গত শুক্রবার ও শনিবার দুই দিনে আর ২২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজেটিভ ছিলো ৭ জন। বাকি ১৫ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
আজ রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, ১০ ই জুলাই থেকে ১১জুলাই রাত সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে ২২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭জন করোনা পজেটিভ ছিলো। বাকি ১৫জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ব্যক্তিরা হলন ঢাকার স্বপন সিদ্দিক (৬০), সামসুল আলম (৫২), রবি ঘোষ (৭১), আমিনুল ইসলাম (৭০), চাঁদপুরের তানজিলা আক্তার (১২), চাঁদপুরের সেলিনা বেগম (৪০) ও কুমিল্লার রফিকুল ইসলাম (৬০)।