ডেঙ্গুতে মারা গেলেন ইউপি মেম্বার
নিউজ দর্পণ, ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হুমায়ুন খান হিমু (৫০) নামের এক ইউপি মেম্বারের মৃত্যু হয়েছে। আজ রোববার (১৯ নভেম্বর) ভোর ৫টার দিকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হুমায়ুন খান উপজেলার বানা ইউনিয়নের দক্ষিণ শিরগ্রামের রুহুল আমিন খানের ছেলে। তিনি বানা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার ছিলেন।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, হুমায়ুন খান ডেঙ্গু আক্রান্ত হয়ে শনিবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. কে এম মাহমুদ রহমান বলেন, রোগীর অবস্থা ভালো না থাকায় তাকে ফরিদপুরে রেফার করা হয়েছিল। রোগীর স্বজনরা তাকে ফরিদপুর না নিয়ে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই রাখেন। চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে তিনি মারা যান।