ছক্কা হাঁকালেন নাদিয়া
নিউজ দর্পণ, ঢাকা: ছক্কা হাঁকালেন জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদ! আসছে ঈদের জন্য এরইমধ্যে ছয়টি ধারাবাহিক নাটকের শুটিং শেষ করেছেন তিনি। ধারাবাহিকগুলো হলো কাজী সাইফ আহমেদের ‘জামাই আমার পয়সাওয়ালা’, আল হাজেনের ‘জামাই বাজার–২’ ও আদিবাসী মিজানের চারটি ধারাবাহিক।
নাদিয়া বলেন, এবার ঈদে খণ্ড নাটকের চেয়ে ধারাবাহিক নাটকে বেশি সময় দিচ্ছি। শুটিং শেষ হওয়া ধারাবাহিকের বাইরে আরো কয়েকটি নাটকে কাজ করার কথা ছিলো। তবে সম্ভব হয়নি বিভিন্ন কারণে। ঈদের জন্য আগামী সপ্তাহে আর একটি ধারাবাহিকে হয়তো কাজ করতে পারি। এই সময়ে একক নাটকগুলোর পাশাপাশি ঈদে দর্শক ধারাবাহিক নাটকগুলোও দেখছে। অনেক ধারাবাহিক বেশ জনপ্রিয়তাও পায়।
এদিকে এই অভিনেত্রী গতকাল শুটিং করেছেন হানিফ সংকেতের একটি নাটকের। এটিতে তাকে দেখা যাবে মীর সাব্বিরের বিপরীতে। গেলো মাসে বাংলাদেশ টেলিভিশনের ‘নিরুদ্দেশ হবার আগে’ শিরোনামের একটি নাটকের মধ্য দিয়ে শুটিংয়ে ফেরেন তিনি। এই সময়ে অনেক শিল্পী ইনডোর ভিত্তিক গল্পকে প্রাধান্য দিচ্ছেন। নাদিয়ার ক্ষেত্রে কী? তার ভাষ্য, আমার আউটডোরে শুটিং হচ্ছে বেশি। আমি আউটডোরের কাজকেই এই সময়ে একটু নিরাপদ মনে করছি। শুটি স্পটে একটু দূরে বসা যায়। শুটিং হাউসে একই রুমে সবাইকে থাকতে হয়। কিন্তু আউটডোরে তেমনটা হচ্ছে না।
শুটিং স্পটের পরিবেশ কেমন? উত্তরে তিনি বলেন, শুটিং স্পটে বেশ কিছু পরিবর্তন এসেছে। আগে আমরা স্পটে মেকাপ নিতাম। এখন বাসা থেকেই মেকাপ নিয়ে আসছি। এছাড়া আমি যে ইউনিটগুলোর সঙ্গে কাজ করেছি তারা স্বাস্থ্যবিধি মেনেই কাজ করছেন। টিভি নাটকের বাইরে নাদিয়াকে ঈদে দেখা যাবে বাংলাদেশ টেলিভিশনের আনন্দমেলায়। এটিতে একটি নাচে অংশগ্রহণ করেছেন বলে জানান তিনি।