চ্যাম্পিয়ন দল লিভারপুল সেঞ্চুরি করতে পরলেনা
নিউজ দর্পণ ডেস্ক: সেঞ্চুরি করার অনেক সুযোগ ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল লিভারপুলের সামনে। প্রায় ত্রিশ বছর পর লিগ শিরোপা জেতার আনন্দেই হয়তো, সেঞ্চুরি করার সুযোগটা হেলায় হারিয়েছে ক্লাবটি। যার ফলে লিগ শেষ করতে হয়েছে ৯৯ পয়েন্ট নিয়ে। মাত্র এক পয়েন্টের জন্য ইপিএলের রেকর্ড ১০০ পয়েন্ট ছুঁতে পারল না অলরেডরা।
অথচ লিগের ৩১ রাউন্ড শেষে লিভারপুলের ঝুলিতে ছিল ৮৬ পয়েন্ট। অর্থাৎ বাকি থাকা সাত ম্যাচ থেকে মাত্র ১৪ পয়েন্ট পেলেই হয়ে যেত সেঞ্চুরি। কিন্তু দুই পরাজয় ও এক ড্রয়ের কারণে তারা নিতে পেরেছে ১৩ পয়েন্ট, থেমে যেতে হয়েছে ৯৯’তেই। ফলে অক্ষত রয়ে গেল ম্যানচেস্টার সিটির করা এক মৌসুমে সর্বোচ্চ ১০০ পয়েন্টের রেকর্ড।
ইপিএলের পয়েন্টের রেকর্ড ভাঙতে না পারলেও, নিজেদের রেকর্ড ভেঙেছে লিভারপুল। গত মৌসুমে তারা ৯৭ পয়েন্ট নিয়ে হয়েছিল রানার্সআপ। সেটিই ছিল লিগের ইতিহাসে ক্লাবটির সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড। এবার ৩২ জয় ও ৩ ড্রতে সেই রেকর্ড ভেঙে নটআউট থাকল ৯৯ পয়েন্টে।
লিগ শেষ করা ম্যাচে লিভারপুল জিতেছে ৩-১ গোলে। নিউক্যাসল ইউনাইটেডের মাঠে খেলতে গিয়ে একদম শুরুতে গোল হজম করলেও, পরে চ্যাম্পিয়নের মতোই ঘুরে দাঁড়ায় ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। দুই ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক ও ডিভক অরিগির পাশাপাশি গোল করেন সাদিও মানে।
ম্যাচের মাত্র ২৭ সেকেন্ডের মাথায় জাল কাঁপিয়ে লিভারপুলকে অপ্রস্তুত করে দিয়েছিলেন নিউক্যাসল ফরোয়ার্ড ডোয়াইট গেইল। এই গোল শোধ দিতে অলরেডদের অপেক্ষা করতে হয় ৩৮ মিনিট পর্যন্ত। গোলটি করেন ফন ডাইক। পরে ৫৯ মিনিটে অরিগি এবং ৮৯ মিনিটে স্কোরশিটে নাম তোলে বদলি হিসেবে নামা সাদিও মানে।