কারিনাকে ’ডাম্ব’ বলে কটাক্ষ

নিউজ দর্পণ ডেস্ক: ক্যা‌রিয়া‌রে অসংখ্য ছ‌বি‌তে অ‌ভিনয় ক‌রে বারবার আ‌লোচনায় এ‌সে‌ছেন ব‌লিউড তারকা কা‌রিনা কাপ‌ুর খান। পাশাপা‌শি নানা সমালোচনার মুখে পড়েছে কারিনা কাপুর খান। সম্প্রতি মঙ্গলযান নিয়ে প্রশ্ন করা হয়েছিল কারিনাকে, কিন্তু ভাষা বুঝতে না পেরে উত্তর দিতে পারেননি তিনি। শুধু তাই নয়, প্রশ্নকর্তা যাতে হিন্দিতে না জিজ্ঞেস করে ইংরেজিতে তাকে প্রশ্ন করেন, সে বিষয়েও প্রকাশ্যে জানান তিনি। কারিনার সেই ভিডিও এবার প্রকাশ্যে আসায় তাকে ‘ডাম্ব’ বলে কটাক্ষ করলেন নেট জনতার একাংশ। ত‌বে এ ব্যাপা‌রে কা‌রিনা মো‌টেও ল‌জ্জিত নন। তি‌নি ব‌লে‌ছেন, আ‌মি ল‌জ্জিত নই। সব বিষ‌য়ে জ্ঞান থাক‌তে হ‌বে এমন নয়।

আ‌মি তো সবজান্তা নই। এর আ‌গে ঋ‌ষি কাপু‌রের মৃত্যুর দ‌ু‌দিন না যে‌তেই ছে‌লে তৈমু‌রের চুল কে‌টে সমা‌লোচনার মু‌খে প‌ড়েন ব‌লিউডের এ তারকা। লকডাউ‌নের ম‌ধ্যে বা‌ড়ি‌তেই তৈমু‌রের চুল কাটা হয়। সেটা ক্যা‌মেরাবন্দি ক‌রে সামা‌জিক মাধ্যমে পোস্ট ক‌রেন কা‌রিনা।
ওই ছবিটি ঘিরেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল কারিনা কাপুর খানকে। নেটিজেনদের কেউ কেউ তখন কারিনাকে আক্রমণ করে লিখেছেন, ঋষিজি মারা গেছেন দুই দিনও হয়নি, আপনি ছেলের চুল কাটাতে ব্যস্ত হয়ে পড়লেন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *