করোনা পরীক্ষার ফি বাতিলসহ কয়েক দফা দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

নিউজ দর্পণ,নোয়াখালী : নোয়াখালী জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে করোনা পরীক্ষা ফি বাতিল, বন্ধ পাটকল চালু, শিক্ষার্থীদের এক বছরের বেতন-ফি সরকারকে বহন করাসহ কয়েক দফা দাবিতে মানববন্ধনের আয়োজন করেছে বাসদ (মার্কসবাদী)।

আজ বুধবার বেলা সাড়ে ১০টার দিকে কর্মসূচি পালনকালে সুধারাম থানা পুলিশের বাধায় তা পন্ড হয়ে যায়। পরে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে পুনরায় মানববন্ধন কর্মসূচি পালন করে দলটি।

এ সময় বক্তব্য রাখেন দলের জেলা আহবায়ক দলিলুর রহমান দুলাল, জেলা কৃষক ফ্রন্টের সভাপতি তারকেশ্বর দেবনাথ নান্টু, বাসদ জেলা কমিটির সদস্য কাজী জহির উদ্দিনসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *