কক্সবাজারে আটকের ৩ দিন পর ‘বন্দুকযুদ্ধে’মিজান নিহত
নিউজ দর্পণ,কক্সবাজার : কক্সবাজারে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মিজান নামের এক যুবক নিহত হয়েছেন। তিন দিন আগে আটক মিজানকে নিয়ে আজ সোমবার ভোরে শহরের খুরুশকুল ব্রিজ এলাকায় মাদক উদ্ধারে গেলে ইয়াবাকারবারিদের সঙ্গে এই ‘বন্দুকযুদ্ধ’ ঘটে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের দাবি, মিজান একজন ইয়াবা কারবারি। ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, একটি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়েছে নিহত মিজান কক্সবাজার পৌরসভার টেকপাড়ার বাসিন্দা গোলাম মওলার ছেলে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোহাম্মদ শাহজাহান কবির বলেন, গত ৮ ফেব্রুয়ারি শহরে মাঝের ঘাট এলাকা থেকে ইয়াবা লুটের ঘটনায় জড়িত ছিলেন মিজান। ওই ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। গত ১৭ জুলাই বেনাপোল ইমেগ্রেশন পুলিশের হাতে আটক হয়েছিলেন মিজান। আটক মিজানকে কক্সবাজারে আনার পর মিজানের স্বীকারোক্তি মতে ২০ জুলাই আজ সোমবার রাতে ইয়াবা উদ্ধারে গেলে পূর্ব থেকে ওৎপেতে থাকা মিজানের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে।
একপর্যায়ে হামলাকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি বন্দুকসহ আহত অবস্থায় মিজানকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মিজানের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।