ঈদে আনিসুর রহমান মিলনের বারটা

নিউজ দর্পণ,ঢাকা: দুই পর্দার জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। আসছে ঈদের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এবার ঈদে প্রায় এক ডজন নাটকে তাকে দেখা যাবে। এছাড়া অভিনয়ের বাইরে ঈদের জন্য এই অভিনেতা তিনটি নাটক পরিচালনাও করেছেন। নাটকগুলো হলো ‘মুনিরা মঞ্জিল’, ‘গালিবার গোপ্পো’ ও ‘দুই মজনু’। এর আগে এই অভিনেতা গেল বছর ‘আব্বা উকিল ডাকবো’ শিরোনামের একটি নাটক নির্মাণ করেন। পরিচালনা প্রসঙ্গে মিলন বলেন, অভিনয়ের বাইরে মাঝে মধ্যে পরিচালনা করতে ভালো লাগে। নিজের মতো করেই নাটকগুলো করেছি।

নির্মাণের জায়গায় এক ধরনের অভিজ্ঞতা অর্জন করাটাও কিন্তু একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। ইন্ডাস্ট্রির অবস্থা একেক সময় একেক রকম হয়। সেই অবস্থার সঙ্গে তাল মিলিয়ে কাজ করার অভিজ্ঞতাটাও দরকার আছে। নির্মাণ নিয়ে আর কোনো পরিকল্পনা আছে? মিলন বলেন, পরিকল্পনা অনেক কিছুর থাকে। কিন্তু সময়ের কারণে বাস্তবায়ন হয় না। এবার ইচ্ছে আছে একটি ধারাবাহিক নাটক নির্মাণ করার। দর্শক ধরে রাখতে পারবে এমন গল্প নিয়েই ধারাবাহিক করবো। এছাড়া কয়েকটি স্ক্রিপ্ট করেছি। এগুলো নিয়ে কাজ করার পরিকল্পনা আছে। করোনা মহামারী সব কিছুতে প্রভাব বিস্তার করেছে। একইসাথে এসেছে পরিবর্তন।

নাটকে পরিবর্তনটা কেমন হচ্ছে মনে করেন? উত্তরে তিনি বলেন, একটা ভালো দিক আমার চোখে পড়েছে। সেটা হচ্ছে আগে নির্মাতারা ভাবতো কিছু কিছু শিল্পী আছে যাদের ছাড়া ইন্ডাস্ট্রি চলবে না। তবে এখন সেই ভাবনায় কিছুটা পরিবর্তন এসেছে। অনেক আর্টিস্ট কাজ করছেন না। তাই বলে কিন্তু কাজ বন্ধ নেই। টিভি নাটকের বাইরে চলচ্চিত্রেও মিলন নিয়মিত অভিনয় করছেন। নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘গাঙচিল’সহ কয়েকটি ছবি আছে তার হাতে। তবে করোনা পরিস্থিতির কারণে ছবিগুলোর শুটিং বন্ধ আছে। চলচ্চিত্রের ক্যারিয়ার নিয়ে তিনি বলেন, আমাদের চলচ্চিত্রের অবস্থা খুব ভালো কিন্তু বলা যায় না। তবু আমি চেষ্টা করছি ভালো গল্পের ছবিতে কাজ করতে। করোনায় চলচ্চিত্রের অবস্থা আরো খারাপের দিকে এখন। জানি না কবে ভালো সময় ফিরে পাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *