ইউনাইটেড হাসপাতালকে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণের আদেশ স্থগিত
নিউজ দর্পণ,ঢাকা : রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে আগুনে মারা যাওয়া ব্যক্তিদের পরিবারকে আপাতত ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
আজ মঙ্গলবার আপিল বিভাগের ভার্চ্যুয়াল চেম্বার কোর্টের বিচারপতি মো. নূরুজ্জামান এ আদেশ দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ইউনাইটেড কর্তৃপক্ষের করা আবেদনের শুনানি শেষে তিনি এ আদেশ দেন।
একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের করা আবেদনটি আগামী ১৬ আগস্ট আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ শুনানির জন্য পাঠানো হয়েছে।