আফগান সীমান্তবর্তী জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ৪ পাকিস্তানি সেনা নিহত

নিউজ দর্পণ ডেস্ক: আফগান সীমান্তবর্তী পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে চার পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। রবিবার দেশটির সামরিক বাহিনীর বরাতে এ কথা জানিয়েছে আনাদুলু এজেন্সি।

খবরে বলা হয়, নর্থ ওয়াজিরিস্তান জেলার রাজধানী অস্থিরতাপূর্ণ মিরানশাহ শহরে এ ঘটনা ঘটে। সাম্প্রতিক বছরগুলোতে সেখানে স্বদেশি ও বিদেশি জঙ্গিদের বিরুদ্ধে অনেক সামরিক অভিযান চালানো হয়।

ওই এলাকায় সন্দেহভাজন জঙ্গিদের গোপন আস্তানা গুড়িয়ে দিতে নিরাপত্তা বাহিনীর অভিযান চলাকালে সর্বশেষ এ সংঘর্ষ ঘটে।

সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, তারা জঙ্গি হামলার শিকার হওয়ার পরপরই সৈন্যরা দ্রুত ওই এলাকা ঘিরে ফেলে এবং নিরাপত্তা বাহিনীর গুলিতে লুকিয়ে থাকা সকল সন্ত্রাসী নিহত হয়। এতে আরো বলা হয়, সেখানে গুলি বিনিময় চলাকালে চার সেনা নিহত হন। এ সংঘর্ষে চার সন্ত্রাসীও নিহত হয়েছে।

পাকিস্তান এক দশকেরও বেশি সময় ধরে স্বদেশি ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে আসছে। দেশটিতে জঙ্গিদের হামলায় হাজার হাজার বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য প্রাণ হারিয়েছে।

পাকিস্তানের এ অঞ্চলে সামরিক বাহিনীর অভিযানের পর দেশটিতে সহিংসতা হ্রাস পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *