খেলা

৩৮ রানে ৮ উইকেট হারিয়ে অবিশ্বাস্য হার শ্রীলঙ্কার

নিউজ দর্পণ, স্পোর্টস ডেস্ক: মাউন্ট মঙ্গানুইয়ে অবিশ্বাস্য ও নাটকীয়তায় ভরপুর এক ম্যাচ উপহার দিয়েছে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। যেখানে চারিথ আসালাঙ্কার লঙ্কান শিবির শেষদিকে ভয়াবহ পতন দেখেছে। ৩৮ রানে ৮ উইকেট হারিয়ে নিশ্চিত জয়ের ম্যাচটি হাত ফসকে গেছে সফরকারী দলটির। বিপরীতে হারের প্রহর গুনতে থাকা নিউজিল্যান্ড ৮ রানের দারুণ এক জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে।

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ (শনিবার) আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৭২ রান সংগ্রহ করে। লক্ষ্য তাড়ায় ১৩.১ ওভারে কোনো উইকেট না হারিয়েই ১২১ রান তোলে শ্রীলঙ্কা। ওই সময় ম্যাচটির লাইভ ধারাবিবরণীতে ইএসপিএন ক্রিকইনফো তাদের জয়ের সম্ভাবনা দেখছিল– ৯৮.১৩ শতাংশ। এর পর থেকেই বিপর্যয়ের শুরু। দুই ওপেনারের বিদায়েই লঙ্কানদের লড়াই থামে। বাকিরা যাওয়া-আসার মিছিল করে অলআউট হয় ১৬৪ রানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *