আন্তর্জাতিক

স্পেনে যাওয়ার পথে নৌকাডুবিতে ৬৯ জনের মৃত্যু

নিউজ দর্পণ, আন্তর্জাতিক ডেস্ক: স্পেনে যাওয়ার পথে একটি নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৬৯ জন নিহত হয়েছে। মালি কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাওয়ার সময় মরক্কোতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে ২৫ জন মালির নাগরিক বলে জানা গেছে। খবর আল জাজিরার।

ওই নৌকায় প্রায় ৮০ জন আরোহী ছিল। দুর্ঘটনা থেকে সৌভাগ্যক্রমে ১১ জন বেঁচে গেছেন। শুক্রবার অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সিকে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয়ের উপদেষ্টা ডৌলায়ে কেইতা জানিয়েছেন, নিহত মালি নাগরিকদের মধ্যে বেশ কয়েকজন দেশটির পশ্চিমাঞ্চলীয় কায়েস অঞ্চলের বাসিন্দা।

এদিকে কায়েস অঞ্চলের মেয়র মামাদু সিবি জানিয়েছেন, নিহত মালির ২৫ জন বাসিন্দার মধ্যে ৮ জন তার এলাকার।

তিনি বলেন, দুর্ঘটার শিকার ব্যক্তিরা সাত মাস আগে মৌরিতানিয়ায় নির্মাণ শিল্পে কাজ করার জন্য কায়েস অঞ্চল ছেড়ে গিয়েছিল। দুর্ভাগ্যবশত তারা ইউরোপ এবং আমেরিকায় থাকা তাদের বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে। ওই বন্ধুরা তাদের এসব দেশে আসতে উত্সাহিত করেছিল এবং অনেকেই নিজেদের পরিবারকে কিছু না জানিয়েই এই বিপজ্জনক পথে পাড়ি দিয়েছে।

সাগরপথে পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসনপ্রত্যাশীদের স্রোত বাড়ছেই। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ৪১ হাজার ৪২৫ অভিবাসনপ্রত্যাশী ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছে। গত বছর এই সংখ্যা ছিল ৩৯ হাজার ৯১০।

চলতি বছর সাগরপথে স্পেনে পৌঁছানোর চেষ্টা করার সময় ১০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার ওয়াকিং বর্ডারস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ২০০৭ সালের পর এই সংখ্যা সর্বোচ্চ বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *