রাজনীতি

সরকার দেশের বরেণ্য আইনজীবীদের ওপরও জুলুম-নির্যাতন চালাচ্ছে: ড. রেজাউল করিম

নিউজ দর্পণ, ঢাকা: পবিত্র মাহে রমজানের আত্মশুদ্ধি ও তাক্বওয়ার শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে দেশের হারানো গণতন্ত্র পুনঃরুদ্ধার ও আইনের শাসন প্রতিষ্ঠায় নবাগত আইনজীবীদের পেশাদারিত্ব ও জবাবদিহীর অনুভূতি নিয়ে কর্মক্ষেত্রে আপোষহীন ভূমিকা পালনের আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও সাপ্তাহিক সোনার বাংলার সহকারি সম্পাদক ড. মুহাম্মদ রেজাউল করিম। তিনি আজ লক্ষীপুরে স্থানীয় ঐতিহ্য কনভেনশন সেন্টারে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল লক্ষীপুর জেলা শাখার আয়োজিত নবাগত আইনজীবীদের সম্বর্ধনা এবং মাহে রামাজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা সভাপতি এডভোকেট নজির আহমদের সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি এডভোকেট মহসিন কবির মুরাদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ ও দোয়া পরিচালনা করেন সোনাইমুড়ী কামিল মাদরাসার অধ্যক্ষ ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা সাইফুল্লাহ মুনির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কাউন্সিলের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিধ এস ইউ এম রুহুল আমিন ভূইয়া ও জেলা উপদেষ্টা ফারুক হোসাইন মুহাম্মদ নূরনবী। আরো বক্তব্য রাখেন লক্ষীপুর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জসিম উদ্দিন পিপি, সাবেক সভাপতি এডভোকেট সৈয়দ মুহাম্মদ শামছুল আলম, সাবেক সভাপতি ও ল’ইয়ার্স কাউন্সিলের জেলা সেক্রেটারী শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক এডভোকেট রহমত উল্লাহ বিপ্লব, সাবেক সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, এডভোকেট রফিক উল্লাহ, এডভোকেট হাসান আল মাহমুদ, এডভোকেট এ কে এম তৌহিদুর রহমান, সাবেক সহ সভাপতি এডভোকেট মনির হুসাইন, এডভোকেট নুর উদ্দিন বাবুল, এডভোকেট বেলাল উদ্দিন, এডভোকেট মাহমুদ ইস্কান্দার এডভোকেট হেলাল উদ্দিন, এডভোকেট ইমরান হোসেন মাছুম, এডভোকেট মঞ্জুর আহমদ তিতু, এডভোকেট মনোয়ার আহমদ চৌধুরী বিপ্লব ও এডভোকেট শাহাদাত হোসেন বাবলু প্রমূখ। ড. রেজাউল করিম বলেন, আইজীবীরা জাতির বিবেক। এটাকে শুধুমাত্র পেশা বলার সুযোগ নেই বরং প্রকৃত আইনজীবীরা তাদের বুদ্ধিবৃত্তির মাধ্যমে আর্ত-মানবতার কল্যাণ ও দেশ এবং জাতির সেবায় নিয়োজিত থাকেন। এক্ষেত্রে আমাদের দেশের দেশপ্রেমী ও আদর্শবাদী আইনজীবীরা দেশ ও জাতির প্রয়োজনে ঐতিহাসিক ভূমিকা পালন করে আসছেন। কিন্তু ফ্যাসীবাদী ও জুলুমবাজ সরকারের প্রতিহিংসা থেকে কোন শ্রেণি ও পেশার মানুষই রেহাই পাচ্ছেন না। রাজনৈতিক মতপার্থক্যের কারণে সরকার দেশের বরেণ্য আইনজীবীদের ওপরও জুলুম-নির্যাতন চালাচ্ছে। শুধু তাই নয় আইনজীবী সমিতির নির্বাচনেও ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এমনকি সরকারের জিঘাংসা থেকে রেজাই পাচ্ছে না অরাজনৈতিক ব্যক্তি ও সংগঠন। সরকার পরিকল্পিতভাবেই দেশের গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন ধ্বংস করে দিয়েছে। দেশে আইনের শাসন বলতে কিছু নেই। তাই জাতির এই ক্রান্তিকালে নব চেতনায় উদ্বুদ্ধ হয়ে নবাগত আইনজীবীদের ময়দানে আপোষহীন ভূমিকা পালন করতে হবে। তিনি দেশকে স্বৈরাচার ও ফ্যাসীবাদ মুক্ত করতে প্রবীন-নবীনদের একই প্লাটফরমে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। তিনি বলেন, দেশ ও জাতি এক মহাক্রান্তিকাল অতিক্রম করছে। সরকার নিজেদের রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করার জন্যই রাষ্ট্রের প্রায় সকল অঙ্গ প্রতিষ্ঠানকেই ধ্বংসের মুখোমুখি দাঁড় করিয়েছে। বিচার বিভাগের ওপর সরকারের অতিমাত্রায় নিয়ন্ত্রণ আরোপ জনগণের ন্যায়-বিচার প্রাপ্তিতে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তাই দেশ ও জাতি এই শাসরুদ্ধকর অবস্থা থেকে বাঁচাতে আইনজীবী সহ দেশের সকল পেশা ও শ্রেণির মানুষ বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে। নবাগত আইনজীবীদের দেশ ও জাতির প্রতি দায়বদ্ধ থেকে নিজেদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য অধ্যবাসায়ী হওয়ার কোন বিকল্প নেই। একই সাথে সত্য ও ন্যায়ের প্রতি থাকতে হবে আপোষহীন। দেশের কোন নাগরিকই যেন আইনী সহায়তা থেকে বঞ্চিত না হোন সেদিকেও সতর্ক দৃষ্টি রাখা দরকার। তাহলেই দেশ ও জাতি একদিন স্বৈরাচার মুক্ত হবে-ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *