গাজীপুর ভাওয়াল গড়ে পরিবার সদস্য ও বন্ধু বান্ধবীদের বর্ষবরণ অনুষ্ঠান
নিউজ দর্পণ, ঢাকা: গাজীপুর ভাওয়াল গড়ে বিশাল মনোরম এক স্থানে পরিবার সদস্য ও বন্ধু বান্ধবীদের উপস্থিতিতে “১৪৩১ বাংলা বর্ষবরণ অনুষ্ঠান” হয়েছে।
ভারতবর্ষে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর খাজনা আদায়ে সুষ্ঠুতার লক্ষ্যে মোগল সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর বাংলা সন প্রবর্তন করেন ।
রাজকীয় জ্যোতির্বিজ্ঞানী ফতেহ উল্লাহ সিরাজি সৌর সন-আরবি হিজরী সন নতুন বাংলা সনের নিয়ম বিনির্মাণ করেন।
১৫৫৬ খ্রিষ্টাব্দ ১০ই মার্চ বা ৯৯২ হিজরিতে বাংলা সন গণনা শুরু হয়।কার্যকর করা হয় আকবর-এর সময় ৫ নভেম্বর ১৫৫৬ থেকে।
বাংলা চৈত্র মাসের শেষ দিনে খাজনা, মাশুল ও শুল্ক পরিশোধ করতেন। পহেলা বৈশাখ নিজ নিজ অঞ্চল অধিবাসীদেরকে মিষ্টান্ন দ্বারা আপ্যায়ন করতেন।
এই উৎসবটি একটি সামাজিক অনুষ্ঠানে পরিণত হয় যার রূপ পরিবর্তন হয়ে বর্তমানে এই পর্যায়ে এসেছে।