আ.লীগ হচ্ছে সন্ত্রাসী রাজনৈতিক দল : ওবায়দুল ইসলাম
নিউজ দর্পণ, ঢাকা: বিএনপি’র শিক্ষা বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবিএম ওবায়দুল ইসলাম বলেছেন, বিএনপি সন্ত্রাসী দল নয়, আওয়ামী লীগই সন্ত্রাসী রাজনৈতিক দল। লাঠি লগি বৈঠা দিয়ে মানুষ মারে, বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করেছে আওয়ামী লীগের লোকজন। ছাত্রলীগের হাতে পিস্তল, লাঠি, দা তুলে দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে দেখা যায়, একদিকে টেন্ডারবাজি চলছে, অন্যদিকে মারামারি। সারা দেশে খুন-গুম করে বেড়াচ্ছে ছাত্রলীগ-যুবলীগের ক্যাডাররা। বিএনপিকে নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।
আজ মঙ্গলবার বিএনপির নয়াপল্টন কার্যালয়ের কনফারেন্স হলে জাসাস ঢাকা মহানগর দক্ষিণের ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। ওবায়দুল ইসলাম বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জনপ্রিয়তার প্রতিহিংসার কারণে সরকার তাকে মিথ্যা মামলায় কারাবন্দি করে রেখেছে। শুধু তাই নয়, খালেদা জিয়াকে তিলে তিলে মারার ষড়যন্ত্র করছে। আজকে তিনি জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তবুও সরকারের কাছে মাথানত করেননি। বিএনপির এ নেতা আরও বলেন, রমজানেও দ্রব্যমূল্য নিয়ে সাধারণ জনগণ চিন্তিত। জিনিসপত্রের দাম আগুনছোঁয়া। সরকার প্রতিদিন বলছে, দাম কমাবে, কিন্তু দাম কমবে না। এই সরকার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করবে না। কারণ এর সঙ্গে জড়িত সরকারদলীয় লোকজন। এ সময় তিনি ছাত্রসমাজ, নারীসমাজ, শিক্ষকসহ সকল দেশবাসীকে রাজপথে নেমে আসার আহ্বান জানান। ঢাকা মহানগর দক্ষিণ জাসাসের সদস্য সচিব শফিকুল ইসলাম রতনের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক বসির উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন। আরও বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও সাবেক সিনেট সদস্য ঢাবি লিয়াকত আলী, ইন্জিনিয়ার জাকির হোসেন, সদস্য শাহ মোহাম্মদ বিলাল হোসেন, দপ্তরের দায়িত্বে মিজানুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ জাসাসের যুগ্ম আহবায়ক ইব্রাহীম খলীল, মাহফুজ কবির মুক্তা, দেওয়ান শাহাজাহান সাজুসহ থানা, ওয়ার্ড জাসাস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।