১০দিন পর সেই যুবকের মাথা উদ্ধার

নিউজ দর্পণ,কুমিল্লায়: কুমিল্লায় অজ্ঞাতনামা এক যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধারের ১০দিন পর এবার সেই খণ্ডিত মাথা উদ্ধার করেছে পিবিআই।

আজ সোমবার বিকেলে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার টাটেরা গ্রামের একটি পুকুর থেকে অজ্ঞাতনামা ওই যুবকের মাথাটি উদ্ধার করা হয়। এর আগে গত ১০ জুলাই পুকুরপাড়ে মাথাবিহীন এক যুবকের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও কুমিল্লা জেলা পিবিআই টিমের সদস্য এসআই ইব্রাহিম।

তিনি আরও জানান, মাথা ছাড়া মরদেহ উদ্ধারের পর ব্রাহ্মণপাড়া থানা পুলিশ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে একটি মামলা দায়ের করেছিল। পরে গত ১৪ জুলাই মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) হস্তান্তর করে। মামলাটি তদন্ত করতে গিয়ে জামাল হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ওই ব্যক্তির স্বীকারোক্তি ও দেখানো মতে সোমবার পিবিআই অভিযান চালিয়ে পলিথিন মোড়ানো অর্ধগলিত মাথাটি উদ্ধার করে। তবে এখনও অজ্ঞাত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। এদিকে মঙ্গলবার এ বিষয়ে পিবিআইয়ের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *