সৌদি থেকে ফিরলেন ৪০৯ বাংলাদেশি
নিউজ দর্পণ,ঢাকা: সৌদি আরবের জেদ্দা থেকে দেশে ফিরেছেন ৪০৯ জন বাংলাদেশি। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে শুক্রবার সকালে দেশে ফেরেন তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার। তিনি জানান, সৌদি আরব থেকে করোনামুক্ত সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করেন এই ফ্লাইটের যাত্রীরা।
উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে সৌদি আরবে আটকা পড়েছিলেন এসব বাংলাদেশি। পরে বাংলাদেশ ও সৌদি সরকারের যৌথ প্রচেষ্টায় বিমানের বিশেষ ফ্লাইটে এই যাত্রীদের দেশে ফিরিয়ে আনা হলো বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, আজ শুক্রবার সৌদি আরবের জেদ্দা থেকে ৪০৯ জন যাত্রী নিয়ে সকাল ৮ট ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানের একটি বিশেষ ফ্লাইট। এ সময় বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ও কর্মীরা এসব যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করেন। যাত্রীদের প্রত্যেকের কাছে সৌদি আরবের করোনামুক্ত সার্টিফিকেট থাকায় ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয় বলে বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের একজন ডিউটি ডাক্তার জানান।
এ ব্যাপারে বাংলাদেশ বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এক এজানান, করোনামুক্ত সার্টিফিকেট নিয়ে সৌদির জেদ্দা থেকে বিমানের বিশেষ ফ্লাইটে ভ্রমন করেন ৪০৯ জন বাংলাদেশি।