সুলতান সালাউদ্দিন টুকুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
নিউজ দর্পণ,টাঙ্গাইল : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। তার রোগমুক্তি কামনায় নিজ জেলা টাঙ্গাইলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বাদ জুমা টাঙ্গাইল সদরের বেপারীপাড়া, পুরাতন বাসস্ট্যান্ড, আশেকপুর, আদালতপাড়া, দিঘলিয়া, সাবালিয়া, দরুন, বেতকা ছাতা মসজিদে স্থানীয়ভাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সহ সভাপতি সাদেকুল আলম খোকা, আতাউর রহমান জিন্নাহ, জিয়াউল হক শাহীন, যুগ্ম সম্পাদক আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদল আহবায়ক আশরাফ পাহেলী, শফিকুর রহমান শফিক, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে মনিরুল হক ভিপি মুনীর, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ভিপি নুরুল ইসলাম সহ বিএনপি, যুবদল, শ্রমিক দল, ছাত্রদল নেতাকর্মীরা অংশ নেন।