সাহেদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল
নিউজ দর্পণ, ঢাকা: রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে।আজ রোববার বাংলাদেশে সচিবালয় প্রবেশের এই অনুমতি পত্রটি বাতিল করেছে তথ্য অধিদপ্তর। বিষয়টি নিশ্চিত করেছে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা।
ওই কার্ডে দেয়ার তথ্য অনুযায়ী, দৈনিক নতুন কাগজ নামের একটি পত্রিকার প্রকাশক ও সম্পাদক পরিচয় দিয়ে ২০১৯ সালে ৩ ডিসেম্বর অ্যাক্রিডিটেশন কার্ডটি নেয় শাহেদ। ওই কার্ডের মেয়ারকাল দেয়া হয় ২০২০ সালের ২ ডিসেম্বর। এটি সম্পূর্ণ অস্থায়ী একটি অ্যাক্রিডিটেশন কার্ড যার নাম্বার-৬৮৪৫।
সাংবাদিকরা পেশাগত কাজে সচিবালয়ে প্রবেশের অনুমতিপত্র হিসেবে অ্যাক্রিডিটেশন কার্ড ব্যবহার করেন।
এদিকে, শাহেদকে নিয়ে রাজধানীর উত্তরায় শনিবার মধ্যরাতে অভিযান চালিয়ে একটি ব্যক্তিগত গাড়ি, অস্ত্র ও গুলি উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে।