সাতক্ষীরায় মাছের ঘেরে কলেজছাত্রের ক্ষতবিক্ষত লাশ
নিউজ দর্পণ, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনিতে মাছের ঘের থেকে এক কলেজছাত্রের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে উপজেলার শোভনালী বিলে লাশটি ভাসমান অবস্থায় পাওয়া যায়।
নিহতের নাম চন্দ্রশেখর সরকার (২৫)। তিনি শোভনালী গ্রামের শংকর সরকারের ছেলে এবং সাতীরা সরকারি কলেজ থেকে অনার্স সম্পন্ন করেছেন।
প্রতিবেশীরা জানান, প্রতিদিনের মতো রোববার রাতে চন্দ্রশেখর শোভনালী বিলে তাদের নিজেদের মাছের ঘেরে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় তার মৃত্যুর ঘটনা ঘটে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি।
আশাশুনি থানার ওসি মো. গোলাম কবির জানান, এটা হত্যা নাকি অন্যকিছু তা এখনও নিশ্চিত করা যায়নি। লাশ ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।