শুটিংয়ে অন্তঃসত্ত্বা আনুশকা
নিউজ দর্পণ, ঢাকা: জনপ্রিয় বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা কাজের ব্যাপারে যে খুবই সিরিয়াস তার প্রমাণ তিনি অবারও দিলেন। অন্তঃসত্ত্বা অবস্থায়ও একটি বিজ্ঞাপনের শুটিং করছেন।
আনুশকার পোস্ট করা ছবি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যা প্রশংসা কুড়াচ্ছে নেটিজেনদের।
জানা গেছে, মুম্বইয়ের স্টুডিওতে টানা সাতদিন শুটিং করবেন আনুশকা। ফ্লোরে সারাক্ষণ দারুণ চনমনে থাকেন। দীর্ঘদিন পর শুটিংয়ে ফিরে মন মেজাজ ভাল তার। স্বাস্থ্যবিধি মেনেই ঘোরাফেরা করছেন।
শুটিংয়েও কোনো সমস্যা হচ্ছে না। জানুয়ারিতেই মা হওয়ার কথা আনুশকার। সবশেষ ২০১৮ সালে ‘জিরো’ ছবিতে দেখা গেছে এই নায়িকাকে। এরপর আর কোনো ছবিতে চুক্তিবদ্ধ না হলেও নেটফ্লিক্সের জন্য ‘বুলবুল’ ও অ্যামাজন প্রাইমের জন্য ‘পাতাল লোক’ ছবি দুটি প্রযোজনা করেছেন।