শাহ্আলী থানা যুবদলের সভাপতি সাজ্জাদুল মিরাজের মুক্তি
নিউজ দর্পণ, ঢাকা: শাহ্আলী থানা যুবদলের সভাপতি সাজ্জাদুল মিরাজ নাশকতার মিথ্যা মামলায় প্রায় দেড় মাস পরে জামিন পেয়ে মঙ্গলবার কারাগার থেকে মুক্তি পান। গত ২ ডিসেম্বর ২০২০ তারিখে তাকে গ্রেফতার করে দুইদিন গুম করে রেখে ৪ তারিখে জর্জকোর্টে হাজির করানো হয়।
এদিকে ৫ জানুয়ারি সাজ্জাদুল মিরাজ জামিন লাভ করলেও কারাগার ফটক থেকে আইনশৃঙ্খলা বাহিনী আবার রি-এরেস্ট করে কারাগারে প্রেরন করে। পরবর্তীতে কাসেমপুর-১ কারাগার থেকে সাজ্জাদুল মিরাজ গত মঙ্গলবার জামিনে মুক্তি লাভ করেন।
কারামুক্তি পেয়ে সাজ্জাদুল মিরাজ বলেন, মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে গণতান্ত্রিক আন্দোলন থেকে দমানো যাবে না। গণতন্ত্র পুনুরুদ্ধার না হওয়া পর্যন্ত বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজপথে আন্দোলন- সংগ্রাম চলবে।