শফিউল বারী বাবুর কবর জিয়ারত করলো তার ছেলে
নিউজ দর্পণ, ঢাকা: স্বেচ্ছাসেবক দলের সভাপতি মরহুম শফিউল বারী বাবুর কবর জিয়ারত করেছে তার চার বছরের ছেলে রায়হান বারী রঈদ।
আজ বুধবার লক্ষ্মীপুর বাবুর কবর পরম মমতায় জিয়ারত করে রায়হান।
তার বাবার করব জিয়ারত করে মহান আল্লাহর দরবারে দোয়া করছেন তিনি যেন তার বাবাকে বেহেশত নসিব করেন।
গতকাল মঙ্গলবার ভোর ৪টায় অ্যাপোলো হসপিটালে ইন্তেকাল করেন।