লঙ্কান প্রিমিয়ার লীগে আগ্রহী ৭০ বিদেশী ক্রিকেটার ও ১০ বিদেশি কোচ

নিউজ দর্পণ ডেস্ক: করোনায় প্রায় সব ক্রিকেট বোর্ডই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটা পুষিয়ে নিতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দ্রুত মাঠে নামাতে মরিয়া বোর্ডগুলো। ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ মাঠে গড়াবে ১৮ই আগস্ট। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ১৯শে সেপ্টেম্বর এবং বিগ ব্যাশ টে-টোয়েন্টি ৩রা ডিসেম্বর। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ঝুঁকেছে শ্রীলঙ্কাও। লঙ্কান প্রিমিয়ার লীগ (এলপিএল) নামে আসরটি ২৮শে আগস্ট শুরুর ঘোষণা দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

এর আগে শ্রীলঙ্কান প্রিমিয়ার লীগ বা এসএলপিএল নামে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাঠে গড়ালেও নানা রকম বাঁধার মুখে তা বন্ধ হয়ে যায়। নতুন নামে আত্মপ্রকাশ করতে চলা এলপিএলে অংশগ্রহনের জন্য ৭০ জন বিদেশি ক্রিকেটার আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কার সংবাদমাধ্যম।

পাঁচ দলের আসরে অনুষ্ঠিত হবে ২৩টি ম্যাচ।

ভেন্যু চারটি: কলম্বোর প্রেমাদাসা, রাঙ্গিরি ডাম্বুলা, পাল্লেকেল্লে ও মাহিন্দা রাজাপাকশে আন্তর্জাতিক স্টেডিয়াম।

এলপিএলের প্রথম আসরে দলগুলোর দায়িত্ব নিতে আগ্রহ দেখিয়েছেন ১০ জন বিদেশি কোচ। আগ্রহী ১০ বিদেশি কোচ ও ৭০ জন বিদেশি ক্রিকেটারদের নাম প্রকাশ করেনি লঙ্কান গণমাধ্যম।

অন্যান্য দেশের তুলনায় শ্রীলঙ্কার করোনা পরিস্থিতি বেশ ভালো। সেই সুযোগ কাজে লাগিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট শুরুর পরিকল্পনা লঙ্কান বোর্ডের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *