রাজশাহীর অগ্রণী ব্যাংক থেকে ১৭ লাখ টাকা চুরি
নিউজ দর্পণ,রাজশাহী: রাজশাহী নগরীর সাহেব বাজার অগ্রণী ব্যাংক কর্পোরেট শাখা থেকে একজন গ্রাহকের ১৭ লাখ টাকা চুরি গেছে।
আজ সোমবার দুপুরে ব্যাংকের ভিতর থেকে এই টাকা চুরি হয় বলে রিপন নামের ওই গ্রাহক দাবি করেন। তিনি নগরীর একটি সার ডিলারের ম্যানেজার। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘দুপুরে ওই গ্রাহক ব্যাংকের ভিতর পায়ের কাছে ব্যাগ রেখে টেবিলে ভর দিয়ে টাকা জমা দেওয়ার জন্য অ্যাকাউন্টের ভাউচার লিখছিলেন। তখন তার পায়ের কাছ থেকে ব্যাগ চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। চুরি করার পাঁচ মিনিট পর তিনি বুঝতে পারেন। আমরা ব্যাংকের সিসিটিভি ফুটেজসহ অন্যান্য বিষয়গুলো দেখছি। গ্রাহক আমাদের বলেছেন তার ব্যাগে ১৭ লাখ টাকা ছিল। আমরা এখন বিষয়টি তদন্ত করে দেখছি।’