যাত্রাবাড়ীতে দিনদুপুরে চোরের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

নিউজ দর্পণ, ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়ার গোবিন্দপুর হাজী মসজিদ এলাকায় বাসায় চুরি করতে আসা ব্যক্তির ছুরিকাঘাতে তাজুল ইসলাম (৪০) নামের এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। এই ঘটনায় ঘাতক চোরকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম হৃদয়।

আজ রোববার বেলা ১টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে ১টা ৪৫ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের স্ত্রীর ভাই আজমল জানান, তাজুল ফার্মেসির ব্যবসা করেন। যে বাসাতে থাকেন সে বাসার নিচতলাতেই তার দোকান। দুপুরে দোকান বন্ধ করে বাসায় গিয়ে দেখেন চোর। তাকে ধরতে গেলে চুরি করতে আসা হৃদয় তাজুলকে ছুরিকাঘাত করেন। উপর্যুপরি ছুরিকাঘাতে তার মৃত্যু হয়। আটক হৃদয়কে যাত্রাবাড়ী থানায় নেয়া হয়েছে।

তিনি আরও জানান, তাজুল ইসলাম গোবিন্দপুর হাজী মসজিদ এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। করোনার কারণে স্ত্রী ও দুই সন্তানকে দুই মাস আগে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন। এতে বাসা ফাঁকাই ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *