মধ্যরাতে চকবাজারে আগুনে পুড়েছে চুড়ির দোকান
নিউজ দর্পণ, ঢাকা : রাজধানীর চকবাজারে আগুনে পুড়েছে কয়েকটি চুড়ির দোকান। তবে, হতাহত হয়নি কেউ। মধ্যরাতে আগুন লাগলে ঘণ্টাখানের মধ্যে নেভায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, ৫ তলা ভবনটির নিচতলার একটি চুড়ির দোকানে প্রথমে আগুন লাগে। এরপর আশপাশের আরও কয়েকটি দোকানে তা ছড়িয়ে পড়ে। আতঙ্কে আশপাশের ভবনগুলোর বাসিন্দারা বাসার নিচে নেমে আসেন।
সরু গলি হওয়ায় আগুন নেভাতে ভোগান্তিতে পড়তে হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।