বিশ্বে করোনায় মৃত ৫ লাখ ৮৯ হাজার: আক্রান্ত এক কোটি ৩৮ লাখ

নিউজ দর্পণ ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বাড়ছেই। শেষ খবর অনুযায়ী, আজ বৃহস্পতিবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৮৯ হাজার ৯৯ জনে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের এক কোটি ৩৭ লাখ ৯৯ হাজার ৭৬৫ জন। তাদের মধ্যে বর্তমানে ৫০ লাখ ১৩ হাজার ৫৬৩ জন চিকিৎসাধীন এবং ৫৯ হাজার ৯২৫ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।এ ছাড়া, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৮১ লাখ ৯৭ হাজার ১০৩ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এদিকে, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে আজ বৃহস্পতিবার পর্যন্ত মোট দুই হাজার ৪৯৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া মোট এক লাখ ৯৬ হাজার ৩২৩ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *