বাংলাদেশ-ভারত সম্পর্ক কালোত্তীর্ণ: জয়শংকর

নিউজ দর্পণ, ঢাকা: বাংলাদেশ-ভারত ‘কালোত্তীর্ণ’ সম্পর্কের গভীরতা বা ব্যাপ্তির বিষয়টি তুলে ধরলেন ভারতের বিদেশ মন্ত্রী ড. এস জয়শংকর।

আজ বাংলাদেশকে ভারতের ১০টি ব্রডগেজ লোকোমোটিভ ইঞ্জিন প্রদান অনুষ্ঠানে তিনি পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার ভিত্তিতে রচিত ভারত ও বাংলাদেশের মধ্যকার কালোত্তীর্ণ সম্পর্কের গভীরতার কথা তুলে ধরেন। ভারতীয় হাই কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে ভার্চুয়াল ওই হস্তান্তর অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরা হয়।

চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব, হিমশীতল বা প্রায় বরফ হয়ে যাওয়া পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ইসলামাবাদের আচমকা তৎপরতা এবং ঢাকা-দিল্লি ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন ওঠার প্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রীর সোমবারের মন্তব্য বা বক্তব্যটি খুবই তাৎপর্যপূর্ণ। হাই কমিশনের বিজ্ঞপ্তি মতে কোভিড-১৯ মহামারিতেও দ্বিপক্ষীয় সহযোগীতার গতি হ্রাস না পাওয়ায় বিদেশমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *