বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নতি হয়নি: এইচআরডি
নিউজ দর্পণ ডেস্ক: বাংলাদেশে ২০১৯ সালে সামগ্রিক মানবাধিকার পরিস্থিতির কোনো উন্নতি হয়নি ২০১৯ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস রিপোর্টে এ কথা বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ সরকারের হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি এ রিপোর্ট প্রকাশ করে।
প্রতিবেদনের বাংলাদেশ অংশে বলা হয়েছে, ২০১৯ সালের বিভিন্ন সময় বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। মৃত্যুদণ্ডের সংখ্যা বেড়েছে এবং কমপক্ষে দুইটি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। গত বছরের বিভিন্ন সময় ব্রিটেনের মন্ত্রীরা বাংলাদেশ সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মানবাধিকার নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী দুর্নীতির দায়ে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া কারাদণ্ড ভোগ করেন। কিন্তু কারাবন্দি অবস্থায় তিনি পর্যাপ্ত স্বাস্থ্যসেবা পাননি। ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় ৪২ জনকে আটক করা হয়েছে। যদিও এই আইনের বিভিন্ন ধারা নিয়ে সমালোচনা হয়েছে। গত বছর বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের মাধ্যমে সহিংস ঘটনা ঘটেছে। অক্টোবরে এক বুয়েট শিক্ষার্থী ছাত্রলীগের সদস্যদের হামলায় নিহত হন। লিঙ্গভিত্তিক সহিংসতা এখনো বড় উদ্বেগ হিসেবে রয়েছে। মাদ্রাসা ছাত্রী নুসরত জাহান রাফির হত্যার ঘটনা আলোড়ন সৃষ্টি করে। যিনি অধ্যক্ষের বিরুদ্ধে পুলিশের কাছে হয়রানির অভিযোগ করেছিলেন।
তবে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ এখনো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বাংলাদেশ এখনো রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।