বাঁশখালীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
নিউজ দর্পণ, চট্রগ্রাম: শুক্রবার রাতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম আবদুর রহিম। বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় নিহত আবদুর রহিম একই এলাকার বাসিন্দা।
জানা যায়, আবদুর রহিমের সংসার জীবনে দুই স্ত্রী রয়েছে। তিনি রাত ৮টার দিকে নিজ বাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করলে তার মৃরদেহ দফন করার চেষ্টা করে পরিবার। বিষয়টি স্থানীয়রা পুলিশকে জানায়। পরে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এই ব্যাপারে বাঁশখালী থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন আবদুর রহিম। এ বিষয়ে বাঁশখালী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।