বন্দি আছেন অভিনেত্রী সোহানা সাবা

নিউজ দর্পণ, ঢাকা: একেবারে ঘরবন্দি আছেন দুই পর্দার ব্যস্ত অভিনেত্রী সোহানা সাবা। তবে চার মাসেরও বেশি সময় বাসায় থাকছেন। বই পড়ে, সিনেমা দেখে সময় পার করছেন তিনি। সাবা বলেন, শুটিংয়ের বাইরেও আরো অনেক কাজ থাকে। কিন্তু গেলো চার মাস তার কিছুই করা হয়নি। করোনার কারণে সব কিছু এলোমেলো হয়ে গেছে। এই অবসরে সহকর্মীদের সঙ্গে কেমন যোগাযোগ হচ্ছে? উত্তরে তিনি বলেন, কারো সাথে যোগাযোগ নেই।

কাজের বাইরে আমার সাথে কারো যোগাযোগ হয় না। এখন কাজও নেই, তাই যোগাযোগও হচ্ছে না। কিন্তু এভাবে আর কতদিন? অনেকেই তো শুটিং করছেন। সাবা কাজে নিয়মিত হবেন কখন? এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ঈদের পর ছাড়া আর শুটিংয়ে ফেরা হবে না। এখন নিরাপদ থাকাই উত্তম মনে করি। ঈদের পর সব কিছু যদি কিছুটা স্বাভাবিক হয় তাহলে কাজে ফেরার বিষয় নিয়ে ভাববো।

দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে এই অভিনেত্রীর মধ্যবর্তী সিরিয়ালটি। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি গেলো কয়েক বছর টিভি নাটকে কাজ কম করছি। দীপ্ত টিভির বাজেট ও অ্যারেঞ্জ ভালো হওয়াতে এই সিরিয়ালে কাজ করেছি। রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে এটি নির্মিত হয়েছে। এদিকে এই গ্ল্যামারকন্যা প্রয়োজনার খাতায় নাম লিখাতে চলেছেন। তার প্রতিষ্ঠানের নাম ‘খামারবাড়ি প্রোডাকশন হাউস’। এটির কার্যক্রম নিয়ে জানতে চাইলে তিনি বলেন, একটি ওয়েব সিরিজ ও দুটি ছবি বানাবো। প্রাথমিক ভাবে সব প্রস্তুত আছে। করোনা পরিস্থিতি ভালো হলেই ফাইনাল প্রস্তুতি নিয়ে কাজে নামবো। লকডাউনের আগে এই অভিনেত্রী ‘মানিকের লাল কাঁকড়া’ শিরোনামের একটি চলচ্চিত্রের শুটিং করেছেন। এটি পরিচালনা করছেন আফজাল হোসেন।

এদিকে চলতি বছরের শেষের দিকে ওপার বাংলার একটি ছবিতেও কাজ করবেন তিনি। চলচ্চিত্র নিয়ে এ নায়িকা বলেন, ‘মানিকের লাল কাকড়া’ আমার ক্যারিয়ারের অন্যতম একটি ছবি হবে। এটিতে অভিনয় করার অনেক জায়গা পেয়েছি। সিনেমাতেই এখন আমার মনযোগ বেশি। ভালো কিছু কাজ করতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *