বগুড়ায় পল্লীবিদ্যুতের ঠিকাদারকে কুপিয়ে হত্যা
নিউজ দর্পণ, বগুড়া: বগুড়া পল্লীবিদ্যুৎ সমিতির উপ-ঠিকাদার নাহিদকে (৩০) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শহরের শাকপালা এলাকায় গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নাহিদ বগুড়া সদর উপজেলার ফুলতলা এলাকার জাহিদুল ইসলামের ছেলে।
জানা গেছে, ব্যাবসায়িক লেনদেনের টাকা দেয়ার কথা বলে নাহিদকে মঙ্গলবার রাতে ফুলতলা বাজার থেকে শাকপালা মোড়ে ডেকে নিয়ে যায় একদল যুবক। এরপর সেখান থেকে শাকপালা পশ্চিমপাড়া গোরস্থানের পাশে তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ নাহিদের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বগুড়ার শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আম্বার হোসেন জানান, পাওনা টাকা দেয়ার নাম বলে ফোনে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয়।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, এ ঘটনায জড়িতদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে।