ফেনীতে বজ্রপাতে দুই স্কুল শিক্ষার্থী নিহত

নিউজ দর্পণ,ফেনী : ফেনীর সোনাগাজীতে আজ শনিবার সকালে বজ্রপাতে দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।  উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মোবারক আলী মাঝিবাড়ির বাগানে এ ঘটনা ঘটে। এসময় অপর এক কিশোর আহত হয়েছে।

নিহতরা হলেন- পাইকপাড়া গ্রামের মো. গোফরানের ছেলে মো. ইমরান হোসেন (১৩) ও জয়নাল আবেদিনের ছেলে মো. শাকিব (১২)। এছাড়া আহত হয়েছেন একই বাড়ির জয়নাল মিস্ত্রীর ছেলে মো. নাহিদ (১১)।

নিহত ইমরান স্থানীয় তাকিয়া বাজার ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ও শাকিব একই বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

বগাদানা ইউনিয়নের চেয়ারম্যান আ.ক.ম ইসহাক খোকন জানান, সকালে ওই বাগানে শাকিব, ইমরান, নাহিদ সহ কয়েকজন কিশোর খেলা করছিল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে শাকিব ও ইমরানের মৃত্যু হয়। গুরুত্বর আহত অবস্থায় নাহিদকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ স্বজনরা ঘটনাস্থল থেকে বাড়ি নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *