ফেনীতে ঘুষের টাকাসহ ওয়ার্ড কাউন্সিলর আটক
নিউজ দর্পণ,ফেনী: ফেনী পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আবু ইউসুফ বাদলকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। আজ শুক্রবার বিকালে পৌরসভার পূর্ব মধুপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, পৌর কাউন্সিলর বাদল রেশন কার্ড, বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা ও বিধবা ভাতাসহ সরকারী সুযোগ-সুবিধা দেয়ার নাম করে অসহায়দের কাছ থেকে বিভিন্ন সময় মোটা অংকের টাকা হতিয়ে নিতেন। ভুক্তভোগিদের অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিকালে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৮ হাজার ২শ’ টাকা উদ্ধার করা হয়।
সম্প্রতি মাতৃদুগ্ধ ভাতা কার্ডধারী ২১ জনের কাছ থেকে ৩ হাজার টাকা করে নেয়ার কথা স্বীকার করেন কাউন্সিলর বাদল। র্যাবের জিজ্ঞাসাবাদে বাদল জানায়, নিজের অসুস্থ্যতার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন তাই তাদের কাছ থেকে নিয়েছেন তিনি।
ফেনীস্থ র্যাব-৭ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।