প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা, নারীসহ আটক ৫
নিউজ দর্পণ, নওগাঁ: প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা করে আসা চক্রের ৫ জনকে গ্রেফতার করেছে নওগাঁয় ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
আজ মঙ্গলবার রাত তিনটায় জয়পুরহাট জেলার বাস স্ট্যান্ডের পার্শ্বে একটি বিল্ডিং থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ক্ষেতলাল থানার বটতলী গ্রামের কামরুজ্জামানের স্ত্রী রুপালি খাতুন কনা, তিলাকুদুল নামা পাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে কামরুল ইসলাম, শালবন গ্রামের কামরুজ্জামানের স্ত্রী সুরাইয়া ও কালাই থানার নান্দাইল গ্রামের মোজাফফর হোসেনের ছেলে শাহারুল ইসলাম রাজু, দিঘী গ্রামের কালামের স্ত্রী সাজেদা বেগম।
পিবিআই সূত্রে জানা যায়, রূপালী খাতুন কনা মোবাইল ফোনের মাধ্যমে নওগাঁর সাপাহার উপজেলার ব্যবসায়ী আবুল কালাম আজাদের সাথে পরিচয় হয়। পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই মধ্যেই বিভিন্ন কৌশলে আবুল কালাম আজাদের নিকট হতে টাকা হাতিয়ে নেয়। সর্বশেষ ৩০ অক্টোবর আবুল কালাম আজাদকে সুকৌশলে জয়পুরহাট শহরে ডেকে নিয়ে আটকে রেখে বিকাশের মাধ্যমের ১লাখ ১০ হাজার টাকা আদায় করে এবং আরও ১০ লক্ষ টাকা আদায়ের জন্য চাপ প্রয়োগ করতে থাকে।
কোন উপায় না পেয়ে আবুল কালাম আজাদের পরিবারের সদস্যরা পিবিআই নওগাঁয় অভিযোগ করলে পিবিআই জয়পুরহাট জেলায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করে।
এ ব্যাপারে নওগাঁ জেলার সাপাহার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানা গেছে।