প্রেমিকের সঙ্গে হোটেলে গিয়ে ধর্ষণের শিকার তরুণী
নিউজ দর্পণ,ঢাকা: মাদারীপুরে প্রেমিকের সঙ্গে একটি আবাসিক হোটেলে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক তরুণী। এ ঘটনায় হোটেল ম্যানেজারসহ ৪ জনকে রোববার রাতে আটক করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইতালি প্রবাসী বায়েজিদের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় ওই তরুণীর। এরপর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। এরই সূত্র ধরে বায়েজিদ মাদারীপুর শহরের ভুঁইয়া ইন আবাসিক হোটেলে নিয়ে যায় তাকে। এ সময় বিয়ের প্রলোভনে সকাল থেকে দুপুর পর্যন্ত তাকে একাধিকবার ধর্ষণ করে বায়েজিদ। পরে তাকে বিয়ে করতে অস্বীকার করলে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই তরুণী।
এ ব্যাপারে বায়েজিদের বিরুদ্ধে ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত বায়েজিদ মাতুব্বর শিবচর উপজেলার নিলখী গ্রামের আক্কাস মাতুব্বরের ছেলে।
ধর্ষণের শিকার তরুণীর চাচাতো ভাই জানান, ফেসবুকে পরিচয়ের পর তার সঙ্গে দেখা করতে এসে এই অবস্থা হয়েছে। প্রধান আসামি এখনও আটক হয়নি বলে জানান তিনি।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা প্রাথমিকভাবে হোটেল ম্যানেজারসহ ৪ জনকে আটক করেছি এবং একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।