প্রণব মুখার্জির শারীরিক অবস্থার অবনতি
নিউজ দর্পণের ডেস্ক: ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থার অবনতি ঘটেছে।
আজ সোমবার দিল্লির সামরিক হাসপাতালের এক স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়েছে, সাবেক এই বাঙালি রাষ্ট্রপতির শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা খারাপ হয়েছে। এখনও গভীর কোমাতেই আচ্ছন্ন তিনি। ফুসফুস সংক্রমণের জেরে তার ‘সেপটিক শক’ দেখা দিয়েছে।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রণব মুখার্জির চিকিৎসায় গঠিত চিকিৎসক দল এবং বিশেষজ্ঞরা চেষ্টা চালাচ্ছেন। ভেন্টিলেটর সাপোর্টে তিনি এখনও কোমাতেই রয়েছেন।
গেল ৯ আগস্ট বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখার্জি। তারপর স্নায়ুজনিত সমস্যা দেখা দেওয়ায় পরদিন তাকে ভর্তি করা হয় দিল্লির সামরিক হাসপাতালে। সেদিনই তার মাথায় অস্ত্রোপচার হয়। তার আগে পরীক্ষায় তার করোনা সংক্রমণও ধরা পড়ে। সেই থেকে হাসপাতালেই রয়েছেন তিনি।
ফুসফুসের সংক্রমণ ছাড়াও কিডনির সমস্যা রয়েছে প্রণব মুখোপাধ্যায়ের। যদিও গতকাল রোববার হাসপাতালের বুলেটিনে জানানো হয়, প্রণব মুখোপাধ্যায় চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তার কিডনির অবস্থার উন্নতি হয়েছে।